জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি ও আরটিএম মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিলেট মহানগরীর পূর্ব শাহীদগায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ড তোফায়েল আহমদ।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চলের সঞ্চালনায় ও আরটিএম এইচআরডিসির পরিচালক অধ্যক্ষ ডা এস এম ফরিদুল ইসলাম লতিফীর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন, এপ্লাইড হেলথ এন্ড নিউট্রেশন ডিপার্টমেন্টের প্রবীণ শিক্ষক ডা মোহাম্মদ হোসাইন চৌধুরী। তিনি বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বক্তব্যে রাখেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সিইসি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক আব্দুল আউয়াল আনসারী, প্রক্টর ও সহযোগী অধ্যাপক আবু ছায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, অপু দেব, জাহেদ আহমদ ও মো নিজাম উদ্দিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান সহাকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল আলম মিয়া, ইংরেজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক নুসরাত রিকজা, ফ্যাসন ডিজাইন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান মুশিবা খানম সম, অধ্যক্ষ ফয়সাল আহমদ চৌধুরী, আদিবা সামিহা, এনামুল আসিফ লতিফী, অনামিকা বড়ুয়া, মো আজিজুল হাসান নাঈম, রাসা ইফফাত হেলমি, মশিউর আহমেদ, নাজিয়া আহমেদ লিসা, রিফাতুল ইসলাম রিপন, মিজানুর রহমান, আহলে আদনান চৌধুরী, নাজিফা কাওসার সামী ও সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের পুর্বে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি ও আরটিএম এইচআরডিসির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply