জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের উদ্যোগে হেপাটাইটিস সি ভাইরাস আক্রান্ত রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে ১১ জন হেপাটাইটিস সি ভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে বিনামূল্যে এই ঔষধ বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপউপাচার্য-শিক্ষা অধ্যাপক ডা মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা আতিকুর রহমান ও প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন, ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা শারফুদ্দিন আহমেদ প্রত্যাশা ব্যক্ত করেন, পদ্মা সেতু যেমন বাংলাদেশের যোগাযোগ খাতের নতুন সক্ষমতার দিগন্ত উম্মোচন করেছে তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত হাসপাতালটি, যা এ মাসেই প্রধানমন্ত্রী উদ্বোধন করতে যাচ্ছেন তা দেশের স্বাস্থ্যখাতের চালচিত্রের আমূল পরিবর্তন সাধন করবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা মামুন আল মাহতাব (স্বপ্নীল) জানান, চলমান বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যেও বাংলাদেশ সেই সক্ষমতা রাখে যে, তার নাগরিকদেরকে হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসার দামী ঔষধ বিনামূল্যে দিতে পারে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply