স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার বিকেলে এসএমসিসিআই মিলনায়তনে আয়োজিত মাহফিলে দোয়া পরিচালনা করেন, সিলেট সিটি কর্পোরেশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শামছুল ইসলাম আল-হাদী।
এসময় উপস্থিত ছিলেন, এসএমসিসিআইর সাবেক প্রথম সহ সভাপতি আব্দুল জব্বার জলিল, পরিচালক আলীমুছ ছাদাত চৌধুরী, অজয় কুমার ধর, জালাল উদ্দিন আহমদ, রাজিব ভৌমিক, মো মাহবুবুর রহমান, মাসুদ জামান, মো সিদ্দিকুর রহমান, মো ইলিয়াছুর রহমান প্রাক্তন পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী, সদস্য মো সাইফুর রহমান খোকন, মো মইনুল ইসলাম মঈন, মো জোমাদিন আহমদ, জয়নাল আহমদ রানা, মো ফয়েজ আহমদ চৌধুরী, সুমন আহমদ ও মো নাসিম হোসেন।
Leave a Reply