মৌলভীবাজার প্রতিনিধি : বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবসে মৌলভীবাজার লেডিস ক্লাব বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
শনিবার দুপুরে কেন্দ্রীয় শহিদমিনারের পাশে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন, মৌলভীবাজার লেডিস ক্লাব সভাপতি কবিতা ইয়াসমীনসহ সদস্যরা।
শ্রদ্ধা নিবেদন শেষে লেডিস ক্লাবের পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পথচারী, যানবাহন চালক ও সাধারণ যাত্রীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
পরে সংগঠনের সভাপতি কবিতা ইয়াসমীনের সভাপতিত্বে জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে সার্কিট হাউসের মুন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার সানজিদা রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক-রাজস্ব ও শিক্ষা মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসকের সহধর্মিণী কানিজ ফাতেমা ও সহকারী কমিশনার আসমা-উল-হুসনা।
Leave a Reply