জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দু’টি গণভোজের আয়োজন করেছেন।
একটি গণভোজ হযরত শাহজালাল (র) মাজার প্রাঙ্গণে এবং অপর গণভোজ হযরত শাহপরাণ (র) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
জোহরের নামাজ শেষে হযরত শাহজালাল (র) মাজার মসজিদে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুননেছা মুজিবসহ পঁচাত্তরের ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে। এরপর দুপুর ২টায় গণভোজ শুরু হবে ।
একই সময়ে গণভোজ হবে খাদিমনগরে হযরত শাহপরানের (র) মাজার প্রাঙ্গণে। বিকেল ৪টায় গণভোজ শেষ হবে। আছরের নামাজ শেষে মাজার মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দলীয় নেতাকর্মীসহ কর্মসূচিতে সিলেটের সচেতন সব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply