নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি পালন করেছে।
শোকাবহ দিনটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে একটি বিশাল শোকমিছিল নিয়ে নেতাকর্মীরা সিলেট কেন্দ্রীয় শহদিমিনারে যান। সেখানে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগ ও হাফিজ কমপ্লেক্সে মহানগর আওয়ামী লীগ আলোচনা সভা, দোয়া ও শিরণি বিতরণ করে।
Leave a Reply