জালাল আহমদ, বড়লেখা : আগামী তিন বছরের মধ্যে জাতীয় লীগে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা ক্রিকেট একাডেমির ৭০ জন ক্রিকেটার নানা প্রতিকূলতার মধ্যে অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
মাঠের করুণ অবস্থার কারণে পৌর মেয়র আবুল ইমাম মো কামরান চৌধুরীর বদান্যতায় পৌর মার্কেটের দ্বিতীয় তলায় বর্তমানে ক্রিকেটারদের অনুশীলন চলছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই ক্রিকেট একাডেমির ক্রিকেটাররা অনেকদূর এগিয়ে যেতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনুশীলনরত খেলোয়াড় ও কর্মকর্তারা জানান, বড়লেখা ক্রিকেট একাডেমি জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করে। এতে জেলার বড়লেখা ও জুড়ি এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে এনে কিশোরদের অনুশীলন দেয়া হচ্ছে।
প্রশিক্ষণে কোচের দায়িত্ব পালন করছেন বড়লেখা ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাদশা। তিনি জানান, উপযুক্ত মাঠের অভাবে সঠিকভাবে প্রশিক্ষণ দেয়া যাচ্ছে না। এছাড়া পর্যাপ্ত সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় লক্ষ্য অর্জন বিঘ্নিত হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমানে তিন উপজেলার ৭০ জন খেলোয়াড়ের অনুশীলন চলছে পৌর মার্কেটের দ্বিতীয় তলায়। পৌরসভার মেয়র এ সহযোগিতা না করলে অনুশীলন বন্ধ থাকতো। অনুর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সী খেলোয়াড়রা জেলা দলে খেলে নৈপুণ্য প্রদর্শন করেছে। আশা করছি, আগামী তিন বছরের মধ্যে এই ক্রিকেট একাডেমির অন্তত ১০ জন ক্রিকেটার জাতীয় লীগে সিলেটের প্রতিনিধিত্ব করবে।
ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করেন, সরকারের সহযোগিতা পেলে বড়লেখা ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীরা জেলা ও বিভাগ ছাড়িয়ে জাতীয় লীগ তথা আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছে যেতে সক্ষম হবে।
Leave a Reply