জাতীয় যুব সংহতি সিলেট মহানগর শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন লাভ করেছে।
যুব সংহতি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ফকরুল আহ্সান শাহজাদার সুপারিশক্রমে ৪৩ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি কেন্দ্রীয় আহবায়ক আলমগীর শিকদার লোটন অনুমোদন দেন।
প্রস্তুতি কমিটিতে রয়েছেন, আহবায়ক মো সুফিয়ান খান, যুগ্ম আহবায়ক সেবুল হোসেন তালুকদার, নির্মল চৌধুরী, অপু রানা সেন নারায়ন, মো সুমন, জাকির হোসেন চৌধুরী ও রাজিব আহমদ, সদস্য সচিব মাহমুদুর রহমান মাহমুদ, সদস্য উত্তম কুমার সেন, ছানাউর রহমান ছানু, সহিদুর রহমান তাহের, পারেস আহমদ, আজিম উদ্দিন জসিম, রুমন আহমদ, সৈয়দ আব্দুল আহাদ রাসেল, ইমরান আহমদ, সাহেদ আহমদ, দিপক মালাকার, খালেদ আহমদ, খলিলুর রহমান, সৈয়দ হোসেন, শেখ মো রনি, সুহিনুর রাজা চৌধুরী, সুফিয়ান আহমদ, তারেক আহমদ, তানজিয়া তাসমিন শারমিন, তাসলিমুল জান্নাত লিজা, আতিকুর রহমান কচি, মো জিতু, তাজু আহমদ, রাসেল আহমদ, নূর আহমদ, মো বাচ্চু খান, নাজমুল হোসেন, মুন্না আহমদ, স্বপন আহমদ, পারেসুর রহমান পারেস, আফজাল হোসেন, রহমত আলী, ফয়সাল আহমদ, সত্তার আহমদ, সায়েম আহমদ ও দীপার আহমদ।
Leave a Reply