নিজস্ব প্রতিবেদক : আজ, ১ নভেম্বর জাতীয় যুব দিবস। এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথ উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
এতে রয়েছে জেলা পর্যায়ে ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক যুব শোভাযাত্রা, আলোচনা সভা, যুবমেলা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সকাল ১০টায় শোভাযাত্রা বের হবে। সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, এসএমপি কমিশনার মো নিশারুল আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো মজিবর রহমান।
কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাত ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো আলাউদ্দিন।
Leave a Reply