নিজস্ব প্রতিবেদক : ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে বুধবার থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে প্রথমদিন দেশের বিভিন্ন জেলায় মৎস্য অধিদফতরের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দুপুরে সিলেট মহানগরীর সাগরদিঘির পাড়ে জেলা মৎস্য কার্যালয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময়। এতে মৎস্য সম্পদ উন্নয়নে সরকারের সাফল্য তুলে ধরা হয়।
বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদফতরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুজ্জামান, পৌর মেয়র নাদের বখত ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহ।
দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। প্রধান অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু। ক্ষেত্র সহকারী নারায়ন দাসের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক নাছির উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, এশিয়ান টিভি প্রতিনিধি এসএম সুরুজ আলী, একুশে টিভি প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন ও বাংলানিউজ প্রতিনিধি বদরুল আলম।
Leave a Reply