হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।
শনিবার বিকেল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এর আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী, মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী।
মতবিনিময় সভায় আজমিরীগঞ্জসহ সমগ্র দেশের মৎস্য সম্পদের সার্বিক চিত্র তুলে ধরা হয়।
এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন বনিক, সাবেক সাধরণ সম্পাদক ও গণকণ্ঠের প্রতিনিধি এবায়দুর রহমান রাসেল, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি এনামুল হক মিলাদ, হবিগঞ্জ সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান রিয়াদ, আমার হবিগঞ্জের প্রতিনিধি দিলোয়ার হুসেন ও বিজয়ের কণ্ঠের প্রতিনিধি রাইসুল ইসলাম নাঈম।
Leave a Reply