বালাগঞ্জ প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ‘মৎস্য খাতে বর্তমান সরকারের সাফল্য ও অগ্রগতি’ বিষয়ে সিলেটের বালাগঞ্জে প্রামাণ্য চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বোয়ালজুড় বাজারে বিপুল সংখ্যক জনসাধারণের উপস্থিতিতে এ চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক রাজীব সরদার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ ও উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারী মো শামসুল হক।
Leave a Reply