বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের তত্ত্বাবধানে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ৩৬ তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষ এককে সিলেট জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় সালমান খান চ্যাম্পিয়ন ও গৌরব সিংহ রানারআপ হয়েছেন।
এই সাফল্যে খেলোয়াড় ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ফরিদ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও নাজনীন হোসেন, কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন, জেলা ব্যাডমিন্টন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শামীম ও সম্পাদক লিয়াকত হোসেন।
Leave a Reply