নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বৈত ভর্তি বাতিলের জরিমানা প্রত্যাহারের দাবিতে ও সাধারণ শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা ১০ দিনের মধ্যে তাদের চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
রবিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
এই দাবি-দাওয়ার মধ্যে রয়েছে, জরিমানা সম্পূর্ণ বাতিল, ফরম পূরণের সময়সীমা কলেজ খোলার পর ১৫ দিন বৃদ্ধি, এই সময়ের মধ্যে সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড প্রাপ্তি নিশ্চিতকরণ, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি বহাল রাখা, দ্বৈত ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেয়া প্রথম ভর্তি ফি শিক্ষার্থীদের ফেরৎ দেয়া এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষার্থী সঞ্জয় দাস, তাজুল ইসলাম, প্রিয়াংকা রায়, আবু হুরায়রা লিমন, সানজিদা ফেরদৌস ও শ্যামলী দাস।
Leave a Reply