জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখা জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপিটি দেয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী তা গ্রহণ করেন।
মিছিল শুরুর পূর্বে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা। সংগঠনের সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন এম সি কলেজ শাখার আহবায়ক সাদিয়া নোশিন তাসনিম, মদন মোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়া, সরকারি মহিলা কলেজ শাখার সংগঠক তানজিনা প্রমুখ।
Leave a Reply