নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উপলক্ষে আনন্দ শেভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রা নিয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার এসে সমবেত হন।
পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট অঞ্চলের পরিচালক ড গোলাম রাব্বানীর সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড নূরুল ইসলাম, সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান চৌধুরী, মদনমোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, এম সি কলেজের প্রভাষক মোসাদ্দেক হোসেন, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল খালিক।
Leave a Reply