নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষে দ্বৈত ভর্তি বাতিলের জরিমানা প্রত্যাহারের দাবিতে ও সাধারণ শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
সোমবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এ কর্মসূচি পালন করেন।
এসময় মদনমোহন কলেজের শিক্ষার্থী সৈকত ভৌমিকের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী তাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী আবু হুরায়রা লিমন, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী শাহনূর, সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তানজিনা বেগম ও হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থী ইকরামুল করিম।
Leave a Reply