নিজস্ব প্রতিবেদক : তেতাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সিলেট বিভাগীয় পর্যায় শেষ হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহানগরীর রিকাবীবাজারে সিলেট জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ আলী জিমনেসিয়ামে পুরস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। বিশেষ অতিথি ছিলেন, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড রমা বিজয় সরকার ও সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে সিলেট বিভাগীয় পর্যায়ে কলেজ শাখায় সুনামগঞ্জ সরকারি কলেজ ও স্কুল শাখায় সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
Leave a Reply