নিজস্ব প্রতিবেদক : প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেছেন, পঁচাত্তরের পর আমরা জাতীয় পরিচয়ের চেয়ে আমাদের ধর্মীয় পরিচয়কে বড় করে ফেলেছি। এই নতুন পরিচিতি আমাদেরকে মহান মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরিয়ে নিতে পারে।
শনিবার সকালে শারদা স্মৃতি ভবনে সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে সিলেটের সংস্কৃতিকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ব্যক্তিজীবন ও সামাজিক জীবন এবং কিছু কিছু গণমাধ্যমে ভাষার বিকৃতি ও অহেতুক বিদেশী শব্দ ব্যবহারের তীব্র নিন্দা জানান।
এছাড়া নাট্য আন্দোলনের গতিকে আরো বেগবান করতে নাটক লেখার উপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, নাট্যব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক এনামুল মুনীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, সহ সভাপতি শামসুল আলম সেলিম, নাট্যকার বাবুল আহমদ ও নাট্যকর্মী হুমায়ুন কবির জুয়েল।
Leave a Reply