ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট ক্রিকেট সাপোর্টার্স এসোসিয়েশন বাংলাদেশ জাতীয় দলের জয়-পরাজয়ে সঙ্গে থাকার অঙ্গীকার করেছে।
বৃহস্পতিবার বিকেলে সংগঠনের উদ্যোগে একটি মিছিল শেষে এক সমাবেশে এ ঘোষণা দেয়া হয়।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক থেকে ‘আমাদের জন্যে ক্রিকেট’ আমরা ক্রিকেটের জন্যে’ এ স্লোগান নিয়ে মিছিলটি শুরু হয়ে টিকেট কাউন্টার প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, এসসিএসএর প্রতিষ্ঠাতা সভাপতি সাদিকুর রহমান সুমন। অতিথি ছিলেন, জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাকিব আহমদ ও সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ।
বক্তারা বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই। খেলোয়াড়দের নৈপুন্যেও থাকবে ছন্দ-পতন। তাই বলে সমালোচনার নামে ব্যক্তিগতভাবে আক্রমণ কোনভাবেই সমর্থন যোগ্য নয়। এ ধরনের আচরণ প্রকৃত সমর্থকের পরিচায়ক হতে পারেনা।
Leave a Reply