আগামী ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে চিত্রাঙ্কন, বইপাঠ ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিটি প্রতিযোগিতায় দুটি করে বিভাগ (গ্রুপ) থাকবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার ক বিভাগ : প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণী। বিষয় : ইচ্ছে মতো। খ বিভাগ : পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি। বিষয় গ্রন্থাগার। স্থান : বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার। তারিখ ও সময় : সকাল ১ ফেব্রুয়ারি দুপুর ২টা।
বইপাঠ প্রতিযোগিতার ক বিভাগ : ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি। বই : বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’। খ বিভাগ : নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি। বই : বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’। স্থান : বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার। তারিখ ও সময় ১ ফেব্রুয়ারি : বিকেল ৩টা।
আবৃত্তি প্রতিযোগিতার ক বিভাগ : পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি। কবিতা : কাজী নজরুল ইসলামের ‘সংকল্প’। খ বিভাগ : অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণি। কবিতা : রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’। স্থান : বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার। তারিখ ও সময় : ২ ফেব্রুয়ারি দুপুর ২টা।
আগ্রহীরা এ ব্যাপারে ০১৭১২০৩০৮৬০ নম্বর সেল ফোনে যোগাযোগ করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply