ক্রীড়াঙ্গন প্রতিবেদক : লম্বা বিরতির পর জাতীয় ক্রিকেট লিগের ২০১৬-১৭ মৌসুমের খেলা আবার শুরু হচ্ছে।
এই ক্রিকেট লিগ মাঠে গড়ায় সেপ্টেম্বরে; কিন্তু তিন রাউন্ড শেষে প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত হয়ে যায়। নভেম্বরে বিপিএল মাঠে গড়ালে পড়ে যায় লম্বা বিরতিতে। প্রায় দুই মাস পর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চতুর্থ রাউন্ড। এতে ৪টি ভেন্যুতে ৮টি দল মুখোমুখি হবে।
এই রাউন্ডে দ্বিতীয় টায়ারে বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর বিভাগীয় দলের মোকাবেলা করবে চট্টগ্রাম বিভাগ। আর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হবে রাজশাহী ও সিলেট বিভাগ। এছাড়া এদিন বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হবে খুলনা ও বরিশাল বিভাগ। আর ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো।
সিলেটে দুই দলই সোমবার বিকেলে অনুশীলন করেছে।
চতুর্থ রাউন্ড শেষে ২৭ থেকে ৩০শে ডিসেম্বর হবে পঞ্চম রাউন্ড। ২০১৭ সালের ৩ থেকে ৬ই জানুয়ারি অনুষ্ঠিত হবে ষষ্ঠ তথা শেষ রাউন্ড।
Leave a Reply