‘সুন্দরবন বিধ্বংসী’ কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে মঙ্গলবার ভারতীয় দূতাবাসে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির স্মারকলিপি প্রদানের সময় মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদমিনারে এসে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের জেলা সভাপতি ব্যারিস্টার মো আরশ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের পরিচালনা সমাবেশে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মো আরিফ মিয়া, বাসদ সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকান্দর আলী, বাসদ (মার্কসবাদী) সদস্য অ্যাডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, সাম্যবাদী দল সদস্য ব্রজ গোপাল চৌধুরী, গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, বাসদ সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, ওয়ার্কার্স পার্টি সদস্য ইন্দ্রানী সেন, বাসদ (মার্কসবাদী) সদস্য সুশান্ত সিনহা সুমন, বাসদ সদস্য প্রণব জ্যোতি পাল, গণতন্ত্রী পার্টির প্রচার সম্পাদক আজিজুর রহমান খোকন প্রমুখ।
Leave a Reply