অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া : জাতীয় কন্যা শিশু দিবসে বাল্যবিয়ে মুক্ত ঘোষিত বরিশালের আগৈলঝাড়ায় ৬ষ্ঠ শ্রেণির এ মাদরাসা ছাত্রীতে বিয়ের পিঁড়িতে বসতে হলো। এই ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার পশ্চিম বাগধা গ্রামে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও লিগ্যাল এইড কর্মীরা আগে থেকে এই বাল্যবিয়ে কথা জানলেও তা রোধে কার্যকর কোন পদক্ষেপ নেননি।
গ্রামের দিনমজুর শাহআলম সরদারের মেয়ে বাগধা মহিলা মাদরাসায় ছাত্রী সাদিয়া বেগমের সাথে উত্তর বাগধা গ্রামের মৃত আলমগীর মিয়ার ছেলে বাগধা বাজারের মুরগী ব্যবসায়ী ২৫ বছর বয়সী জুয়েল মিয়ার সাথে বাদ জুম্মা মেয়ের বাড়িতে উভয় পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।
বাগধা ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মো মিন্টু মিয়া জানান, তার বিয়েতে দাওয়াত ছিল। তবে বাল্যবিয়ের কারণে তিনি সেখানে যাননি। তিনি বিয়ে বন্ধের জন্য সর্বাত্মক চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
বাগধা ইউনিয়ন লিগ্যাল এইড কর্মী শিখা রানী দাস জানান, তিনি পূর্ব থেকেই এ নির্ধারিত বাল্যবিয়ের কথা জানতেন। তবে বিয়ে বন্ধের ব্যাপারে কোন ব্যবস্থা নেননি।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, তিনি ঢাকায় রয়েছেন। বিয়ের কথা আগে জেনে স্থানীয় হক চৌকিদারকে পাঠিয়ে বিয়ে বন্ধ করতে বলেছেন। মেম্বারকেও বলেছেন বিয়ে বন্ধ করতে; কিন্তু বিয়ে বন্ধ হয়েছে কি না তা তিনি জানেন না।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন রয়েছেন প্রশিক্ষণে। অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) শতরূপা তালুকদারও কর্মস্থলে নেই।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মনিরুল ইসলাম বলেন, যখন তিনি খবর পেয়েছেন তখন বিয়ে হয়ে গেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার এখতিয়ার তার না থাকায় তিনি কোন ব্যবস্থা নিতে পারছেন না।
Leave a Reply