বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি দক্ষিণ সুরমা উপজেলা কমিটি পুনর্গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা রবিবার সকালে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চৌধুরী চত্বর সংলগ্ন মোহাম্মদিয়া জামেয়া মসজিদে অনুষ্ঠিত হয়।
সংগঠনের দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এরশাদুর রহমানের পরিচালনায় এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো জালাল উদ্দিন ভুঁইয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী।
সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এতে নির্বাচিত দায়িত্বশীলগণ হচ্ছেন, সভাপতি মাওলানা লুৎফুর রহমান চৌধুরী, সহসভাপতি মাওলানা আব্দুল জলিল, মাওলানা শহিদুল হক ও মাওলানা ইলিয়াছ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক, যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুঈলুল ইসলাম তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা বেলাল আহমদ, অর্থ সম্পাদক মাওলানা মুফতি সুহেল রহমানী, প্রচার সম্পাদক মাওলানা হাফিজ আব্দুর রহমান, সহপ্রচার সম্পাদক মাওলানা লোকমান আহমদ, দপ্তর সম্পাদক হাফিজ মাওলানা বদরুল আলম, সহদপ্তর সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কাদির, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাশুক আহমদ, সহসমাজকল্যাণ সম্পাদক মাওলানা হাবিব আহমদ আবদা, শিক্ষা-সাহিত্য সম্পাদক মাওলানা জাহিদ আহমদ, সহশিক্ষা-সাহিত্য সম্পাদক মাওলানা খলিলুর রহমান, কার্যনির্বাহী সদস্য মাওলানা মকবুল হোসাইন, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা আফতাবুজ্জামান, মাওলানা ইসমাইল, হাফিজ আলমগীর হোসেন, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা এনামুল হক ও মাওলানা ইব্রাহীম।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply