সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, দেশ ও দেশের বাইরে থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।
তিনি আরো বলেছেন, দেশের মানুষ এখন স্বাধীনভাবে বসবাস করতে পারছে না। গ্যাস-বিদ্যুৎ-পানি ইত্যাদি সঙ্কটে দেশ অচল হয়ে গেছে।
তিনি সাধারণ মানুষকেও জাতীয়তাবাদী পতাকাতলে সামিল হওয়ার আহবান জানান।
মঙ্গলবার মহানগরীর জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে যুক্তরাজ্যের লিডস বিএনপির সহ সাধারণ সম্পাদক মো সামসুজ্জামানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সভাপতি সিলেট জেলা ছাত্রদলের প্রথম সহ সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জগন্নাথপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান।
Leave a Reply