নিজস্ব প্রতিবেদক : বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষ থেকে জাতীয়করণকৃত বেসরকারি কলেজ শিক্ষকদেরকে ক্যাডারভুক্ত করার পায়তারা বন্ধের দাবি জানানো হয়েছে।
সোমবার সকালে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক মিলনায়তনে আহুত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, এ দাবি পূরণ না হলে লাগাতার কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তারা জাতীয়করণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জাতীয়করণকৃত বেসরকারি কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত করে এই মহৎ উদ্যোগকে বিতর্কিত করতে দেয়া যাবেনা।
সংবাদ সম্মেলনে জাতীয়করণকৃত বেসরকারি কলেজের শিক্ষকদের সবরকমের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তাদের জন্যে পৃথক নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা, পদোন্নতি ও পরিচালনা সহ চাকরির শর্ত নিধারণ করে নীতিমালা প্রণয়নের সুপারিশ করেন।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, প্রায় ১৫ হাজার ক্যাডারভুক্ত শিক্ষকের মর্যাদায় উপর জাতীয়করণকৃত ৩১৫টি বেসরকারি কলেজের ২০ হাজার শিক্ষকের চেপে বসার আশংকায় দেশের সকল সরকারি কলেজ ও শিক্ষা ক্যাডার সংশ্লিষ্ট অন্যান্য দফতরে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
তারা আশংকা করছেন, জাতীয়করণকৃত বেসরকারি কলেজের শিক্ষকরা ক্যাডারভুক্ত হলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বেশিরভাগ কর্মকর্তা তাদের জ্যেষ্ঠতা হারাবেন।
এছাড়া পরবর্তী সময়ে যারা বিসিএস পরীক্ষায় প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করবেন তারা কোনভাবেই পদোন্নতি পাবেননা বলেও সংবাদ সম্মেলনে আশংকা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব অধ্যাপক সাব্বির আহমদ, জেলা সভাপতি আবুল আনাম মো রিয়াজ ও সহ সভাপতি অধ্যাপক আঞ্জুমানারা বেগম। উপস্থাপনায় ছিলেন জেলা যুগ্ম সম্পাদক প্রতাপ চৌধুরী। এছাড়া সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ফাহিমা জিন্নুরাইন সহ বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply