নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যে সিলেট বিভাগের ৪ জেলার ১৯টি আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১০ জন বর্তমান সংসদ সদস্য। অন্য ৮ জনই একদম নতুন। অন্য একজন শফিকুর রহমান চৌধুরীও এবার নতুন। তবে আগে একবার এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সিলেট-১ : ড এ কে আব্দুল মোমেন, সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী (নতুন), সিলেট-৩ হাবিবুর রহমান, সিলেট-৪ ইমরান আহমদ, সিলেট-৫ মাসুক উদ্দিন আহমদ (নতুন) ও সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ।
সুনামগঞ্জ-১ অ্যাডভোকেট রনজিৎ সরকার (নতুন), সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (নতুন), সুনামগঞ্জ-৩ এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ ড মোহাম্মদ সাদিক (নতুন) ও সুনামগঞ্জ-৫ মুহিবুর রহমান মানিক।
মৌলভীবাজার-১ শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ শফিউল আলম চৌধুরী নাদেল (নতুন), মৌলভীবাজার-৩ জিল্লুর রহমান (নতুন) ও মৌলভীবাজার-৪ উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
হবিগঞ্জ-১ ডা মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ-২ অ্যাডভোটে ময়েজ উদ্দিন শরীফ রুহেল (নতুন), হবিগঞ্জ-৩ অ্যাডভোকেট আবু জাহির ও হবিগঞ্জ-অ্যাডভোকেট মাহবুব আলী।
Leave a Reply