নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোট কেন্দ্রে ভোটারদের নিয়ে আসা। যারা নির্বাচন বানচাল করতে মানুষ মারছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাদেরকে সমুচিত জবাব দিতে হবে উৎসবমুখর পরিবেশে প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করে। প্রমাণ করতে হবে, আমরা সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে পারি এবং দেশের মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর (৪ পৌষ) বিকেলে সিলেট মহানগরীর ধোপাদিঘিরপাড় এলাকায় তার প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি আরও বলেন, সিলেট-১ আসনের দিকে বরাবরের মতোই বিশ্ববাসীর চোখ থাকবে।
পররাষ্ট্র মন্ত্রী উন্নত-আলোকিত সিলেট গড়তে আবারও ’নৌকা’য় ভোট দিতে সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাওরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
এছাড়াও আওয়ামী লীগের জেলা ও মহানগর নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
Leave a Reply