নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্যে সিলেটের ৬টি আসনে ৪৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জাকের পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ও স্বতন্ত্র প্রার্থীরা বৃহস্পতিবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
তবে সিলেট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ড এ কে আব্দুল মোমেন বুধবার রিটার্নিং অফিসারের পাশাপাশি সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
প্রার্থীদের মধ্যে আছেন সিলেট-১ (সদর উপজেলা) আসনে ৭ জন, সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা) আসনে ১৪ জন, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা) আসনে ৮ জন, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা) আসনে ৪ জন, সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা) আসনে ৮ জন ও সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা) আসনে ৬ জন।
আওয়ামী লীগ ৬ আসনেই প্রার্থী দিয়েছে। জাতীয় পার্টি প্রার্থী দেয়নি সিলেট-১ ও সিলেট-৪ আসনে। তৃণমূল বিএনপির প্রার্থী আছেন সিলেট-২, সিলেট-৪, সিলেট-৫ ও সিলেট-৬ আসনে। তাও সিলেট-২ আসনে ২ জন ও সিলেট-৫ আসনে ২ জন।
অন্য দলগুলোর মধ্যে ইসলামী ঐক্যজোট সিলেট-১, ৩, ৪ ও ৬ আসনে, গণফোরাম সিলেট-২ ও ৩ আসনে, কৃষক শ্রমিক জনতা লীগ সিলেট-২ আসনে, জাকের পার্টি সিলেট-১, ২ ও ৪ আসনে, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সিলেট-৩ আসনে, বাংলাদেশ মুসলিম লীগ সিলেট-৫ আসনে, ন্যাশনাল পিপলস পার্টি সিলেট-১, ২ ও ৩ আসনে, বাংলাদেশ কংগ্রেস সিলেট-১, ২ ও ৫ আসনে এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট সিলেট-১ ও ৬ আসনে প্রার্থী দিয়েছে।
স্বতন্ত্র প্রার্থী ১১ জন। এর মধ্যে রয়েছেন সিলেট-১ আসনে ১ জন, সিলেট-২ আসনে ৪ জন, সিলেট-৩ আসনে ৩ জন, সিলেট-৫ আসনে ২ জন ও সিলেট-৬ আসনে ১ জন।
আগামীকাল, শুক্রবার থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে।
Leave a Reply