বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২৯ আগস্ট রাতে শহরের খোয়াই মুখ এলাকায় শোক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির। জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ূন কবির রেজার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রউফের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক সঞ্জয় রায়, সাংগঠনিক সম্পাদক মহিবুল হোসেন তালুকদার কাউছার, পৌর কৃষক লীগের সভাপতি আবুল কাশেম রুবেল ও সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ হারুন।
Leave a Reply