এনা, নিউইয়র্ক : যুক্তরাজ্য ও কানাডা সফর শেষে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক পৌঁছেছেন।
তিনি কানাডা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রবিবার নিউইয়র্ক সময় বিকেল ৩টায় লাগোয়ার্ডিয়া এয়ারপোর্টে অবতরণ করেন।
এই সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন স্বাগত জানান শেখ হাসিনাকে।
প্রধানমন্ত্রী বিমানবন্দর ত্যাগের সময় রাস্তার পাশে শত শত নেতাকর্মী তুমুল স্লোগানে তাকে সাদর অভ্যর্থনা জানান।
আগের দিন নিউইয়র্ক সিটিতে বোমা সদৃশ কিছু বিস্ফোরিত হবার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যে কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা দলীয় প্রধানকে বরণ করে নেন।
অন্যদিকে এবার বিমানবন্দরে বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন নেতাকর্মীকে দেখা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক শীর্ষ নেতা জানান, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কোন কমিটি নেই। তারউপর সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন নিউইয়র্ক স্টেট কমিটি করার দায়িত্ব নিয়ে এসে বিএনপিকে আরো বিভক্ত করেছেন, যে বিভক্তির কারণে নিউইয়র্ক স্টেট বিএনপির কমিটি এখন ৬টি। সব মিলিয়ে হতাশায় বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে বিক্ষোভ অথবা কালো পতাকা দেখতে যায়নি। তারা আওয়ামী লীগকে ওয়াকওভার দিয়েছে।
বিমানবন্দর থেকে শেখ হাসিনা সোজা জাতিসংঘ সংলগ্ন ওয়াল্ডর্ফ এস্টোরিয়া হোটেলে চলে যান। সেখানেই বাংলাদেশ নেতা অবস্থান করবেন জাতিসংঘের কর্মসূচিতে যোগদানকালীন সময়ে। বৃহস্পতিবার দুপুরে ভার্জিনিয়ায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার কথা শেখ হাসিনার। সেখান থেকে ২৫শে সেপ্টেম্বর তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন বলে জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রধান ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন জানান।
জাতিসংঘ সফরের প্রথম দিন সন্ধ্যায় বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের বাসায় তার সফরসঙ্গী সহ নৈশভোজে যোগদান করেন শেখ হাসিনা। প্রবাসের বিশিষ্টজনেরাও এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply