নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে রাখাইন অঙ্গরাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বরোচিত নির্যাতন, গণহত্যা, নারী ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটতরাজের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে জাতিসংঘের মাধ্যমে অবিলম্বে মিয়ানমারে গণহত্যা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার বাদ জুমা মহানগরীর সিটি পয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন মসজিদ থেকে ইমাম, জনপ্রতিনিধি এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিলে এসে যোগ দেয়।
সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী সিরাজুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ূম, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি হাফিজ মনছুরুল হাসান রায়পুরী, সম্পাদক সৈয়দ শামীম আহমদ, জেলা সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।
বক্তাগণ বলেন, মিয়ানমারে মুসলিম গণহত্যা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে। নিষ্পাপ শিশুহত্যা, মহিলাদের গণধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগ অবিলম্বে বন্ধ করতে হবে।
তারা মানবাধিকার সংস্থাগুলো ও ইসলামী সম্মেলন সংস্থা-ওআইসির নীরবতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, শান্তিতে নোবেল বিজয়ী আং সং সূচির ইশারায় রোহিঙ্গা মুসলমানদের অশান্তির অগ্নিগর্ভে নিপতিত করা হচ্ছে।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ সরকার সহ বিশ্বের মুসলিম প্রধান দেশ, ওআইসি ও জাতিসংঘের কাছে ইমাম সমিতির পক্ষ থেকে অবিলম্বে জাতীয় সংসদে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে নিন্দা প্রস্তাব পাশ, রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের আশ্রয়ের জন্য জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ, রোহিঙ্গা শরণার্থীদের অন্ন-বস্ত্র-চিকিৎসা সহ সার্বিক সহযোগিতা করতে বাংলাদেশ সরকারের কাছে দাবি ও দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা, রোহিঙ্গা মুসলিমদের সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের জাতিসংঘের মাধ্যমে আরো জোরদার ভূমিকা রাখা, অবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গা সমস্যা সমাধান কল্পে ওআইসিভুক্ত মুসিলম দেশগুলোর সরকার প্রধানদের জরুরি পদক্ষেপ গ্রহণ ও মিয়ানমার সরকারের বিভিন্ন বাহিনী দ্বারা রোহিঙ্গা মুসলিমদের উপর অমানবিক নির্যাতন ও হত্যাযজ্ঞের জন্য মিয়ানমার সরকারের সংশ্লিষ্টদের জাতিসংঘ কর্তৃক যুদ্ধাপরাধী ঘোষণা করে তাদেরকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইনে বিচারের আওয়ায় নিয়ে আসার প্রস্তাব করা হয়।
এছাড়াও বিক্ষোভ সমাবেশ থেকে উপস্থিত সকলকে রোহিঙ্গা মুসলিমদের জন্য প্রতিদিন দুই রাকাত সালাতুল হাজত নামাজ ও ইমামদেরকে কুনুতে নাজেলা পাঠ করার আহবান জানান।
Leave a Reply