বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা, ধর্ষণ ও নির্মূল অভিযানের প্রতিবাদে শুক্রবার মহানগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে এতে বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের পুনর্বাসন ও গণহত্যা বন্ধে জাতিসংঘের প্রতি আহবান জানান।
তারা বিশ্ব মুসলিমের সংগঠন ওআইসিকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান।
বক্তাগণ রোহিঙ্গাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে যাওয়া ও তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সার্বিক সহযোগিতার আশ্বস দেয়ায় তাকে ধন্যবাদ জানান।
সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আহমদ হোসেন ও মাওলানা নূর আহমদ কাসেমীর যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, হেফাজতে ইসলামের মহানগর সেক্রেটারি মাওলানা মুশতাক আহমদ খান, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী, জাতীয় পার্টির মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম প্রমুখ।
Leave a Reply