নিজস্ব প্রতিবেদক : জাতীয় যুব দিবসে সিলেটে পালিত কর্মসূচি দেখে অনেকের মনেই জাতির প্রাণশক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে কি না-এ প্রশ্ন জেগে উঠেছে।
দিনের প্রধান কর্মসূচি ছিল সকালে যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
যুবকদের জন্যে উৎসর্গ করা দিনে যুব সমাজের শোভাযাত্রা। তাই নগরবাসীর কল্পনায় ছিল দৃপ্ত পায়ের ঘায়ে রাজপথে অন্যরকম কম্পন। মহানগরী জুড়ে অফুরন্ত যৌবনের ছুটে চলা। আকাশ বাতাস কাঁপিয়ে তোলা বজ্রধ্বনি; কিন্তু না, এমনটি দেখা যায়নি।
শোভাযাত্রাটির পথচলা ছিল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে বন্দরবাজার এলাকা পর্যন্ত। আলোচনা সভা ছিল জেলা পরিষদ মিলনায়তনে অর্থাৎ ছোট্ট পরিসরে; কিন্তু শোভাযাত্রাটি যদি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জিন্দাবাজার-চৌহাট্টা হয়ে রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়াম পর্যন্ত যেতো, আলোচনা সভা হতো বিশালাকার সেই ভবনে, তাহলে যুবশক্তির সামর্থের যথাযথ প্রকাশ ঘটতো।
যুব সংগঠকরা ব্যানারে জায়গা দখলে শারীরিক শক্তি ক্ষয় করলেন; কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা নিয়ে কবি নজরুল অডিটোরিয়াম পর্যন্ত যেতে শক্তি-সামর্থ প্রয়োগ করতে পারলেন না। এ কারণেই জাতির প্রাণশক্তি যুব সমাজ সম্পর্কে জনমনে এমন প্রশ্ন দানা বাঁধার সুযোগ সৃষ্টি হয়েছে।
Leave a Reply