সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের নিপীড়িত মানুষের প্রতিনিধি। তিনি তার জীবনের প্রতিটি মুহূর্তে অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে লড়াই করেছেন। বাঙালি জাতিকে পাকিস্তানি শোষকদের কবল থেকে মুক্ত করতে গিয়ে তাকে ১৪টি বছর কারাভোগ করতে হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, কোমলমতি শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। তাই দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে নিজের মধ্যে ধারণ করতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে, যাতে সবাই আগামীর স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।
তিনি আরও বলেন, জাতির পিতার অসমাপ্ত কাজগুলোর পূর্ণতা দেওয়ার লক্ষ্যে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করছেন। এর ফলশ্রুতিতে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রেখে বঙ্গবন্ধুর উন্নত, অসাম্প্রদায়িক এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিভাগীয় কমিশনার বলেন, সম্মিলিত প্রচেষ্টায় সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়লেই বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি পাবে।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো জোবায়েদুর রহমান, পিপিএম সেবা, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ ও বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।
আলোচনাসভা শেষে জাতির পিতার শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এরপর বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আঞ্চলিক তথ্য অফিস, সিলেট আয়োজিত দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আগত অতিথিবৃন্দ প্রদর্শনী ঘুরে দেখেন।
এছাড়াও জেলা ও মহানগর পর্যায়ে বিভিন্ন স্থানে আলোচনা সভা বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তথ্য বিবরণী
Leave a Reply