সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরীর সমর্থক জাউয়াবাজার কলেজ ছাত্রলীগের এক নেতাকে গত মঙ্গলবার জেলাআওয়ামী লীগের সহ সভাপতি সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের সমর্থকরা মারধোর করেন। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকেলে শামীম আহমদ চৌধুরী সমর্থকরা জাউয়াবাজারে ফুলকলি দোকানের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করলে সাংসদের সমর্থকরা মিছিলে হামলা চালিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ করা হয়েছে।
এক কিছুক্ষণ পরে শামীম আহমদ চৌধুরীর সমর্থকরা আবারো জড়ো হয়ে মিছিল
করতে চাইলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে চলে প্রায় দেড়ঘন্টা। খবর পেয়ে ছাতক থানার ওসি মোস্তফা কামালের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে
পৌঁছে ৫০ রাউন্ড শর্টগানের গুলি ও ২৬ রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply