জাকারিয়া হোসেন : আবুল মাল আবদুল মুহিত ছিলেন অনেক গুণের অধিকারী। তবে তার সবচেয়ে বড় গুণ ছিল মানবিকতা। মানুষকে ভালবাসতেন। তাই খুব সহজেই তিনি একজন জাঁদরেল আমলা থেকে গণমানুষের নেতা হতে পেরেছিলেন। এ কারণে মানুষ তাকে চিরদিন স্মরণ করবে।
শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সম্মিলিত নাগরিক উদ্যোগ আয়োজিত আবুল মাল আবদুল মুহিত স্মরণ অনুষ্ঠানে এই সাবেক অর্থমন্ত্রী, ভাষাসংগ্রামী, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক, লেখক ও রাজনীতিবিদকে এভাবেই মূল্যায়ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সম্মিলিত নাগরিক উদ্যোগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো আরশ আলী। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, সিলেট শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মোর্শেদ আহমদ চৌধুরী, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, গাজী শাহনেওয়াজ মিলাদ, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান, একুশে পদকপ্রাপ্ত ডা অরূপ রতন চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৗধুরী নাদেল, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, জেলা সিপিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী প্রমুখ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আবুল মাল আবদুল মুহিতের বোন জাতীয় অধ্যাপক ডা শাহেলা খাতুন ও শিফা হাফিজ। স্বাগত বক্তব্য রাখেন, সম্মিলিত নাগরিক উদ্যোগের যুগ্মআহবায়ক ড আবুল ফতেহ ফাত্তাহ। সঞ্চালনায় ছিলেন, সদস্য সচিব আহমেদ নূর।
স্মরণ অনুষ্ঠানে আবুল মাল আবদুল মুহিতের সংগহের ৫০ হাজার বই দিয়ে একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা সহ আরও কিছু প্রস্তাব উঠে আসে।
পরবর্তী সময়ে আরও বিস্তারিত প্রকাশ করা হবে।
Leave a Reply