বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির কেন্দ্রীয় উপদেষ্টা, আজীবন সংগ্রামী, কমরেড জসিম উদ্দিন মণ্ডল স্মরণে সিলেটে আয়োজিত শোকসভায় বক্তারা বলেছেন, জসিম উদ্দিন মণ্ডলের দেখানো পথ ধরেই সাম্যের সমাজ গড়ে তুলতে হবে।
সিপিবি জেলা কমিটির উদ্যোগে শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য কক্ষে এই শোকসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমেদ। দলের জেলা সভাপতি কমরেড হাবিবুল ইসলাম খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বাসদ নেতা উজ্জ্বল রায়, আবু জাফর ও কবি তুষার কর।
Leave a Reply