NATIONAL
RAB arrests 4 people including main accused in Sohel murder case in Zakiganj within 48 hours
সংবাদ সংক্ষেপ
ধোপাগুলে ১৪০ বোতল ফেনসিডিল সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সুনামগঞ্জে জাতীয়তাবাদী আদর্শের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভা দিরাই সরমঙ্গল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন গ্রেফতার মহানগরীর পনিটুলা মহাপ্রভুর আখড়ায় দু’দিনব্যাপী হরিনাম সংকীর্ত্তন শুরু সোমবার পরলোকে বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির সহসভাপতি নিতিশ রাউত খেলাধুলায় ঘিলাছড়াবাসীর আগ্রহ দেখে অভিভূত ব্যারিস্টার মোস্তাকিম রাজা রিকাবীবাজারেই আগামীতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে : আরিফ বৈষম্যের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদের বিষয়গুলো চলচ্চিত্রে বেশি করে তুলে ধরার আহবান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের অদম্য প্রতিরোধের প্রতিচ্ছবি : সিলেট বিএনপি মৌলভীবাজারে শহীদদের স্মরণে জুলাই প্রতীকী ম্যারাথন মধ্যনগরে যাত্রীবাহী ট্রলার ডুবিতে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন হবিগঞ্জে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু || চোলাই মদের বিষক্রিয়ায় মারা যাওয়ার আশঙ্কা মেট্র্রোপলিটন ইউনিভার্সিটি পরিদর্শনে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে জনসভা বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড়ো ভাইয়ের হাতে ছোটোভাই খুন || ঘাতক আটক শাহপরাণ থানা পুলিশের হাতে স্বামী গ্রেফতার স্ত্রী হত্যার অভিযোগে

জলবায়ু দুর্যোগজনিত ক্ষয়-ক্ষতি মোকাবিলায় কাজ করার এখনই সময়

  • বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

বরিশালের তরুণ জলবায়ু কর্মীরা জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নবায়নযোগ্য শক্তির উল্লেখযোগ্য সম্প্রসারণ, জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ ও জলবায়ু সুবিচারের দাবি জানিয়েছে।
বৈশ্বিক জলবায়ু ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বরিশাল মহানগরীর অশ্বিনী কুমার হলের সামনে জলবায়ু ধর্মঘট ও কেন্দ্রীয় শহিদমিনার পর্যন্ত পদযাত্রা শেষে এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
এ সময় ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজিতে অর্থায়ন বন্ধ ও এলএনজি আমদানি নির্ভরতা কমাতে সরকার ও বিনিয়োগকারীদের প্রতি আহবানও জানানো হয়।
ভবিষ্যতের জন্য একটি জলবায়ু ও জ্বালানি-সুরক্ষিত বাংলাদেশ দেখার প্রত্যাশা ব্যক্ত করে তরুণ জলবায়ু কর্মীরা পরিবেশের ক্ষতি করে এমন প্রকল্পগুলো বন্ধ ও জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ না করে টেকসই প্রকল্পে বিনিয়োগের আহবান জানান।
সুইডিস জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের গড়ে তোলা স্কুল শিক্ষার্থীদের পরিচালিত আন্দোলন ফ্রাইডেস ফর ফিউচারের বাংলাদেশ গ্রুপ, প্রতীকি যুব সংসদ ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এ জলবায়ু ধর্মঘটের আয়োজন করে। নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে শতাধিক তরুণ কর্মসূচিতে অংশ নেয়। দেশের ২৬টি জেলার তরুণ জলবায়ু কর্মীরা বিশ্বব্যাপী এই জলবায়ু ধর্মঘটের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করেন।
এসময় বক্তব্য রাখেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের অ্যাডভোকেসি ও ক্যাম্পেইন সম্বনয়কারী আরিফুর রহমান শুভ, জেলা সম্বনয়কারী সিয়াম সিকদার, সদস্য ময়ূরী আক্তার টুম্পা, রাইট একাডেমির শিক্ষক নজরুল ইসলাম ও শিক্ষার্থীবৃন্দ।
কর্মসূচিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন নিঃসরণ কমানোর ক্রমাগত মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ায় উন্নত দেশ ও প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করে তরুণ জলবায়ু কর্মীরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিপর্যয়কর প্রভাবের কারণে বিশ্ব এখন একটি জটিল সময় পার করছে, যা ইতোমধ্যে জাতিসংঘ বিশ্বব্যাপী মানবতার জন্য ‘রেড অ্যালার্ট’ হিসেবে ঘোষণা করেছে। উন্নত দেশগুলোকে প্যারিস জলবায়ু চুক্তি মেনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ এ সীমাবদ্ধ রাখতে হবে। পাশাপাশি বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানি ব্যবসায় বিনিয়োগ না করে কার্বন নিঃসরণ হ্রাসে এখনই উদ্যোগী হতে হবে। সরকার ও বিনিয়োগকারীদের অবশ্যই ক্ষতিকারক জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে জলবায়ু বিধ্বংসী কার্যকলাপের জন্য দায় নিতে হবে এবং সেখান থেকে সরে এসে অবিলম্বে উল্লেখযোগ্যভাবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান জানান, ‘জীবাশ্ম জ্বালানিতে আমাদের নির্ভরতা কমানো যে কত জরুরি সেটা বুঝার জন্য কাল পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। জলবায়ু দুর্যোগ জনিত ক্ষয়-ক্ষতি মোকাবিলায় কাজ করার এখনই সময়। আমাদের অবশ্যই নবায়নযোগ্য জ্বালানিতে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ বাড়াতে হবে। পাশাপাশি দূষণকারী দেশগুলো থেকে যথাযথ ক্ষতিপূরণ আদায় করতে হবে। জলবায়ু ও জ্বালানি সংকট শুধু একটি দুর্যোগই নয়; এটা আমাদের জন্য একটি বড় সতর্ক বার্তাও।’
তিনি শিল্পোন্নত দেশগুলোর কাছে জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর পক্ষে ন্যায়বিচার দাবি করে জলবায়ু পরিবর্তনের কারণে তাদের ক্ষতিপূরণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে যথেষ্ট পরিমাণ আর্থিক তহবিলের ব্যবস্থা করে দ্রুত কৌশল বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে নিঃশর্তভাবে গ্লোবাল সাউথের দেশগুলোর আর্থিক ঋণ বাতিলেরও দাবি জানান।
তরুণ জলবায়ু কর্মীরা বাংলাদেশের চলমান বিদ্যুৎ সংকট ও আর্থিক বোঝার পেছনে ক্ষতিকর ও দামের দিক থেকে অস্থিতিশীল জীবাশ্ম জ্বালানি এলএনজি আমদানির প্রভাব উল্লেখ করে এর সঙ্গে সংশ্লিষ্টদের সমালোচনা করেন। সাধারণ মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, বাড়তি বিদ্যুৎ বিল ও ঘন ঘন লোডশেডিং এবং মুদ্রাস্ফীতির কারণে উদ্ভুত চ্যালেঞ্জগুলোও তুলে ধরেন।
তরুণরা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আসন্ন বিদ্যুৎ মহাপরিকল্পনায় নবায়নযোগ্য শক্তির অনুপাত উল্লেখযোগ্যহারে বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest