পবিত্র রজমান ও করোনাকালে যুক্তরাজ্যের জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
এর অংশ হিসেবে মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অসহায়দের মাঝে মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ৮ নম্বর ওয়ার্ডের অসহায়দের মাঝে শাহাদতপুর সরকারি বিদ্যালয় মাঠে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী আব্দুল মজিদ লাল মিয়া ও তার সহধর্মিণী রাবেয়া তাহেরা মজিদের অর্থায়নে দক্ষিণ সুরমা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নসহ সিলেট মহানগরীর বিভিন্ন এলাকার ২ হাজার পরিবারের মধ্যে ৮ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পিঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি ছোলা, ১ কেজি লবন, ১ কেজি খেজুর ও ১ কেজি ডাল বিতরণ করা হবে।
Leave a Reply