মাদরাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে জমিয়াতুল মোদার্রেছীন সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন সোমবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় মহানগরীর সোবহানীঘাটে শাহজালাল ডি ওয়াই কামিল মাদরাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি সম্মেলন উদ্বোধন করবেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। প্রধান অতিথি থাকবেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখবেন, মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী। সভাপতিত্ব করবেন সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।
প্রতিনিধি সম্মেলনে সংশ্লিষ্ট সকলকে যথাসময় উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এ কে এম মনোওর আলী।
Leave a Reply