নিজস্ব প্রতিবেদক : জমজমাট আয়োজনে সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির জন্মদিন উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানটির আয়োজন করা হয় বুধবার রাতে মহানগরীর আম্বরখানা এলাকায়। এতে জন্মদিনের কেককাটা হয়। ফুলেল শুভেচ্ছা জানানো হয় আলম খান মুক্তিকে। আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, আওয়ামী লীগের মহানগর শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান, জেলা ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিটি কাউন্সিলর আফতাব হোসেন খান, সাবেক ছাত্রনেতা বেলাল খান, আনিছুজ্জামান আনিছ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার ও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার।
Leave a Reply