নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করতে হবে। আইন প্রয়োগ করে সবকিছু করা যায়না। তাই সরকারি-বেসরকারি পর্যায়ের দায়িত্বশীল সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে ‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করবো, শুদ্ধ তথ্যভান্ডার গড়বো’ এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সকালে সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে ‘জন্ম একবার-নিবন্ধন একবার’ এ স্লোগানে সবাইকে একাত্ম হতে হবে।
তিনি উল্লেখ করেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন না করালে আইনে শাস্তির বিধান রয়েছে।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপরিচালক মো মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরি হক। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো মেছবাহ উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো ছয়ফুল হক, মুল্লাপুর ইউনিয়ন পরিষদ সচিব জামাল আহমদ ও ব্রাক প্রতিনিধি অনিক আহমদ।
বিশেষ অতিথি সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরি হক বলেন, জন্মের ৪৫ দিনের মধ্যে সঠিক তথ্য দিয়ে বিনামূল্যে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। নাগরিক দায়িত্বও; কিন্তু এ ব্যাপারে প্রত্যাশিত সচেতনতা সৃষ্টি হয়নি।
সভাপতির বক্তব্যে ডিডিএলজি মো মামুনুর রশীদ বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রত্যেকের অধিকার; কিন্তু এই অধিকার সচেতনতা তৈরি হয়নি বলেই এখন পর্যন্ত শুদ্ধ তথ্যভান্ডার গড়ে উঠেনি।
অন্যান্য বক্তা জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে কিছু সমস্যা চিহ্নিত করেন।
আলোচনা সভার সভাপতি এসব সমস্যা সমাধানে করণীয় তুলে ধরেন।
Leave a Reply