সুনামগঞ্জ প্রতিনিধি : শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা জন্মাষ্টমী পরিষদের উদ্যোগে ও জেলা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় শহরের শ্রী শ্রী কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুল রহমান মিসবাহ, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান ও সিভিল সার্জন আশুতোষ দাস। সভাপতিত্ব করেন, জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস। সঞ্চালনায় ছিলেন, অনুপ ধর।
আলোচনা সভা শেষে কালিবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply