নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমীকে সামনে রেখে সিলেট মহানগর পুলিশ ও সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় হয়েছে।
সোমবার দুপুরে মহানগরীর নাইয়রপুলে এসএমপি সদর দফতরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, মহানগর পুলিশের উপ কমিশনার সদর দফতর কামরুল আমিন। সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্তিত ছিলেন, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ চন্দ্রনাথানন্দজী মহারাজ, ইসকন অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, জন্মাষ্টমী উদযাপন পরিষদেও আহ্বায়ক অধ্যাপক বিজিত কুমার দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, মহানগর সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রজত ভট্টাচার্য ও মহানগর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
মতবিনিময় সভায় জন্মাষ্টমী উৎসবের নিরাপত্তা সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply