নিজস্ব প্রতিবেদক : আজ ১৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মবার্ষিকী। জাতি পরম শ্রদ্ধায় স্বাধীনতার মহানায়ককে স্মরণ করছে।
এ উপলক্ষে শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সহ সভাপতি আশফাক আহমদ, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শিশু সংগঠনের নেতাকর্মীরা। প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ও জেলা প্রশাসক নুমেরী জামান। শ্রদ্ধা নিবেদন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর ও সদস্যরা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে কেকও কাটা হয়।
শ্রদ্ধা নিবেদন চলাকালীন মাইকে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ প্রচারিত হয়।
Leave a Reply