স্বামী বিবেকানন্দের ১৫৫তম জন্মতিথি উৎসব সফলের লক্ষ্যে বিবেকানন্দ চর্চা পর্ষদের এক প্রস্তুতি সভা সোমবার বিকেল ৫টায় দেবপুরে শ্রীশ্রী মায়ের বাড়ী এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
এলাকার প্রবীণ ব্যক্তিত্ব বিপুল বিহারী দের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি বেণু ভূষণ দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দেবপুর শ্যামসুন্দর জিউর আখড়ার সহ সভাপতি ডা বিজয় কুমার নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সহ সভাপতি নিলেন্দু ভূষণ দে অনুপ, অধ্যাপক রঞ্জিত দে, বিবেকানন্দ চর্চা পর্ষদের সহ সভাপতি ব্যাংকার রজত কুমার দেব, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ দে, সুর নিকেতন দেবপুরের পরিচালিকা তাপসী চক্রবর্ত্তী লাকি, সুশান্ত বণিক, রাখাল সরকার, নিদুল দত্ত মৃদুল, গোবিন্দ লাল দেব প্রমুখ।
স্বামী বিবেকানন্দের ১৫৫তম জন্মতিথি উৎসব ও ‘বিশ্ববিবেক’ স্মারকের মোড়ক উন্মোচন উপলক্ষে ৩রা ফেব্রুয়ারি শুক্রবার দেবপুরস্থ শ্রীশ্রী মায়ের বাড়ী এলাকায় দিনব্যাপী অনুষ্ঠানমালা উদযাপিত হবে।
উৎসব সফল করতে সিলেটের বিবেকানন্দ অনুরাগীদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সংগঠনের সভাপতি বেণু ভূষণ দাশ ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার।
Leave a Reply