গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সালাহ উদ্দিন বলেছেন, বাংলাদেশের জনসংখ্যা আর পূর্বের অবস্থায় নেই। পরিবার পরিকল্পনা অধিদফতর সহ সকলের সহযোগিতায় জনসংখ্যা বৃদ্বির হার হ্রাস পেলেও সিলেট ব্যতিক্রম। এ জেলার মধ্যে গোয়াইনঘাটে জনসংখ্যা বৃদ্বির হার বেশি। মাঠকর্মীরা কাজ করলেও উপজেলাবাসী কাঙ্ক্ষিত ফল পাচ্ছেননা।
তিনি আরো বলেন, সরকারের সকল সুযোগ-সুবিধা সেবার জন্য থাকলেও মাঠ পর্যায়ে উদ্বুদ্ধকরণের ঘাটতি রয়েছে। এ ব্যাপারে কর্মীদের আরও নিষ্ঠাবান ও আন্তরিক হতে হবে।
মঙ্গলবার দুপুরে বিশ্ব জনসংখ্যা দিবসের শোভাযাত্রা শেষে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিতুস মজুমদারের সভাপতিত্বে ও শিবেন দাসের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রেহান উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, এমওএমসিএইচ ডা নূরজাহান বেগম হাসি, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো আলী হোসেন, এফআইভিডিবি গোয়াইনঘাট উপজেলা সমন্বয়কারী মুহিবুল করিম ও ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সীমান্তিক এমআইএসএইচডি নূতন দিনের এফএস অরবিন্দ বর্মন। শ্রেষ্ঠ কর্মীদের পক্ষে বক্তব্য রাখেন এফপিআই নূর আহমদ।
পরে পরিবার পরিকল্পনা অধিদফতরের শ্রেষ্ঠ মাঠকর্মীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
এর আগে উপজেলা চত্বর থেকে ইউএনওর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply