রবিবার ১১ জুলাই ছিল বিশ্ব জনসংখ্যা দিবস। দেশের অন্যান্য এলাকার মতো সিলেট বিভাগেও যথাযথ গুরুত্বের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে দিনটি উদযাপিত হয়।
সিলেটে পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা প্রেমানন্দ মণ্ডল।
পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা লুৎফুর নাহার জেসমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাসিম বিল্লা, সিলেটের এডিএফপি সেলিম ভূঁইয়া, এফপিসিএসটি-কিউআই ডা ওমর গুল আজাদ, সিলেট সদর উপজেলার ইউএফপিও আবুল মনসুর আমজাদ, সীমান্তিকের উপনির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবির ও মেরি স্টোপসের মোহনলাল দাস।
এবছর ২০২০ সালের এপ্রিল মাস হতে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত সময়কালে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রমে সিলেট বিভাগের শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা ক্যাটাগরিতে সীমান্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের মাধ্যমে শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা নির্বাচিত হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply